মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪৭৮

পরিচ্ছেদঃ ৪৯. দ্বিতীয় অনুচ্ছেদ - রজব মাসে কুরবানী
১৪৭৮। হযরত মেখনাফ ইবনে সুলাইম (রাঃ) বলেন, আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত আরাফাতে ছিলাম। তাঁহাকে বলিতে শুনিলাম— হে লোকসকল! প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বৎসরই একটি কোরবানী ও একটি আতীরা রহিয়াছে। তোমরা জান 'আতীরা' কি? উহা হইল যাহাকে তোমরা 'রজবিয়া' বল। — তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
কিন্তু তিরমিযী হাদীসটিকে 'যয়ীফ' এবং আবু দাউদ 'মানসুখ' বলিয়াছেন।
কিন্তু তিরমিযী হাদীসটিকে 'যয়ীফ' এবং আবু দাউদ 'মানসুখ' বলিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান