মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪৫২

পরিচ্ছেদঃ ৪৭. তৃতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৫২। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) কোরবানীর ঈদের দিন এবং রোযার ঈদের দিন বাহির হইতেন এবং প্রথমে নামায আরম্ভ করিতেন। যখন নামায সম্পন্ন করিতেন উঠিয়া দাঁড়াইতেন এবং জনতার দিকে ফিরিতেন। আর লোক তখন নিজ নিজ নামাযের স্থানে বসা থাকিত। তখন যদি তাঁহার কোথাও সৈন্য প্রেরণের আবশ্যক থাকিত লোকদের তাহা বলিতেন, আর ইহাছাড়া অন্য কোন আবশ্যক থাকিলেও তাহাদিগকে উহার নির্দেশ দিতেন। তিনি ইহাও বলিতেন যে, দান কর। দান কর !! দান কর!!! আর দানকারীদের অধিকাংশই হইত মহিলা। অতঃপর তিনি বাড়ী ফিরিতেন।
অবস্থা এইরূপই ছিল যাবৎ না (হযরত মুআবিয়ার পক্ষ হইতে) মারওয়ান ইবনে হাকাম (মদীনার) শাসক হয়। (এসময় এক ঈদে) আমি মারওয়ানের হাত ধরাধরি করিয়া বাহির হইলাম এবং আমরা ঈদগাহে পৌঁছিলাম। দেখি কি— কাসীর ইবনে সালত মাটি ও কাঁচা ইট দ্বারা একটি মিম্বর তৈয়ার করিয়াছেন। এমন সময় মারওয়ান আমার সহিত টানাটানি আরম্ভ করিল। সে তাহার হাত দ্বারা আমাকে (খোতবা দানের জন্য) মিম্বরের দিকে টানিতে লাগিল আর আমি তাহাকে নামাযের দিকে টানিতে লাগিলাম। আমি যখন তাহার এই অবস্থা দেখিলাম, বলিলাম, নামায প্রথমে আরম্ভ করার কথা কোথায় গেল? সে বলিল, না আবু সায়ীদ। আপনি যাহা জানেন তাহা এখন পরিত্যক্ত হইয়া গিয়াছে। আমি বলিলাম, কখনও না, আমার প্রাণ যাঁহার হাতে সেই খোদার কসম! আমি যাহা জানি তাহা অপেক্ষা উত্তম কিছু তোমরা কখনও করিতে পারিবে না। (পরবর্তী রাবী বলেন,) ইহা তিনবার বলিলেন এবং (ঈদগাহ্ হইতে) চলিয়া গেলেন। — মুসলিম
অবস্থা এইরূপই ছিল যাবৎ না (হযরত মুআবিয়ার পক্ষ হইতে) মারওয়ান ইবনে হাকাম (মদীনার) শাসক হয়। (এসময় এক ঈদে) আমি মারওয়ানের হাত ধরাধরি করিয়া বাহির হইলাম এবং আমরা ঈদগাহে পৌঁছিলাম। দেখি কি— কাসীর ইবনে সালত মাটি ও কাঁচা ইট দ্বারা একটি মিম্বর তৈয়ার করিয়াছেন। এমন সময় মারওয়ান আমার সহিত টানাটানি আরম্ভ করিল। সে তাহার হাত দ্বারা আমাকে (খোতবা দানের জন্য) মিম্বরের দিকে টানিতে লাগিল আর আমি তাহাকে নামাযের দিকে টানিতে লাগিলাম। আমি যখন তাহার এই অবস্থা দেখিলাম, বলিলাম, নামায প্রথমে আরম্ভ করার কথা কোথায় গেল? সে বলিল, না আবু সায়ীদ। আপনি যাহা জানেন তাহা এখন পরিত্যক্ত হইয়া গিয়াছে। আমি বলিলাম, কখনও না, আমার প্রাণ যাঁহার হাতে সেই খোদার কসম! আমি যাহা জানি তাহা অপেক্ষা উত্তম কিছু তোমরা কখনও করিতে পারিবে না। (পরবর্তী রাবী বলেন,) ইহা তিনবার বলিলেন এবং (ঈদগাহ্ হইতে) চলিয়া গেলেন। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান