মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪২৪

পরিচ্ছেদঃ ৪৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ভয়কালীন সালাত
১৪২৪। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) “বতনে নখল' যুদ্ধে লোকদের লইয়া যোহরের নামায ভয়ের অবস্থায় পড়িতেছিলেন (এবং এইরূপে পড়িলেন) তিনি এক দলকে লইয়া দুই রাকআত পড়িলেন এবং সালাম ফিরাইলেন। অতঃপর দ্বিতীয় দল আসিল এবং তিনি তাহাদের লইয়াও দুই রাকআত পড়িলেন এবং সালাম ফিরাইলেন। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান