মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪২৫

পরিচ্ছেদঃ ৪৬. তৃতীয় অনুচ্ছেদ - ভয়কালীন সালাত
১৪২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) ( জেহাদ উদ্দেশ্যে) যাজনান্ ও উসফান নামক স্থানের মধ্যবর্তী স্থলে উপস্থিত হইলেন। তখন মুশরিকরা বলিল, এই মুসলমানদের একটা নামায আছে, যাহা তাহাদের নিকট তাহাদের পিতা-মাতা ও সন্তান-সন্তুতি অপেক্ষাও অধিক প্রিয়তর, আর তাহা হইল আছরের নামায। সুতরাং তোমরা দলবদ্ধ হও এবং (তাহারা আছর পড়িতে থাকাকালে) হঠাৎ তাহাদের উপর আপতিত হও। এসময় নবী করীম (ﷺ)-এর নিকট হযরত জিবরাঈল (আঃ) উপস্থিত হইলেন এবং তাহাকে নির্দেশ দিলেন তিনি যেন তাঁহার সহচরগণকে দুই দলে বিভক্ত করেন এবং এক দলকে লইয়া নামায পড়েন আর অপর দল তাঁহাদের অপর দিকে (শত্রুর মোকাবেলায়) দাঁড়াইয়া থাকে; কিন্তু সব সময় ( এমন কি নামাযেও) যেন তাঁহাদের পক্ষে সম্ভাব্য সতর্কতা এবং নিজেদের অস্ত্র-শস্ত্র গ্রহণ করেন। ইহাতে তাহাদের নামায এক এক রাকআত হইবে আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হইবে দুই রাকআত।—তিরমিযী ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান