মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৪১৯
details icon

পরিচ্ছেদঃ ৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে জুমুআর এক রাকআত পাইয়াছে সে যেন উহার সহিত দ্বিতীয় রাকআত যোগ করে এবং যাহার দুই রাকআতই ফউত হইয়া গিয়াছে সে যেন চারি রাকআত পড়ে অথবা (বলিয়াছেন,) সে যেন যোহর পড়ে (অর্থাৎ, রাবীর সন্দেহ, হুযূর (ﷺ) চারি রাকআত শব্দ বলিয়াছেন, না যোহর শব্দ বলিয়াছেন)। – দারা কুতনী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান