মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪১৩

পরিচ্ছেদঃ ৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুইটি খোতবা দান করিতেন এবং যখন তিনি মিম্বরে উঠিতেন, বসিয়া থাকিতেন যে পর্যন্ত না মোআযযেন (আযান দিয়া) অবসর গ্রহণ করিত। অতঃপর তিনি দাঁড়াইতেন এবং খোতবা দান করিতেন। তৎপর বসিতেন এবং কোন কথা বলিতেন না। অতঃপর পুনরায় দাঁড়াইতেন এবং খোতবা দান করিতেন। – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৪১৪

পরিচ্ছেদঃ ৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন মিম্বরে দাঁড়াইতেন আমরা তাঁহার মুখামুখি হইয়া বসিতাম । তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা শুধু মোহাম্মদ ইবনে ফযলের মাধ্যমে পাওয়া গিয়াছে, অথচ তিনি ছিলেন যয়ীফ। তাঁহার স্মরণশক্তি নষ্ট হইয়া গিয়াছিল।

তাহকীক:
তাহকীক চলমান