মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১২৪০
details icon

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৪০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহার পিতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু রাতে নামায পড়িতেন আল্লাহ্ যাহা তৌফীক দিতেন— অবশেষে রাত্রি যখন শেষ হইবার নিকটে পৌঁছিত, আপন পরিবারের লোকদিগকে নামাযের জন্য জাগাইয়া দিতেন। অতঃপর এই আয়াত পাঠ করিতেনঃ
“আপনার পরিবারকে নামাযের জন্য আদেশ করুন এবং নামায আদায়ে খুব ধৈর্যধারণ করুন আমি আপনার নিকট রিযিক চাহিতেছি না; বরং আমিই আপনাকে রিযিক দিয়া থাকি এবং পরিণাম তো পরহেযগারীর জন্যই অবধারিত।” —মালেক

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১২৪২
details icon

পরিচ্ছেদঃ ৩৪. প্রথম অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৪২। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে সবচেয়ে বেশী প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়। তা অল্পই হোক না কেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান