মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১২৩৩

পরিচ্ছেদঃ ৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৩। তিরমিযীও হযরত আলী হইতে ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন; কিন্তু তাঁহার বর্ণনায় 'নরম কথা বলে'-এর স্থলে ‘মধুর কথা বলে’ রহিয়াছে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৪

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিলেনঃ হে আব্দুল্লাহ্! তুমি অমুকের মত হইও না, যে প্রথমে তাহাজ্জুদের জন্য রাতে উঠিত, এখন রাতে উঠা ছাড়িয়া দিয়াছে। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৫

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৫। হযরত ওসমান ইবনে আবুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, নবী দাউদ (আঃ)-এর রাতে একটি নির্দিষ্ট সময় ছিল, সে সময় তিনি আপন পরিবারের লোকদিগকে জাগাইয়া দিতেন এবং বলিতেন, হে দাউদ পরিবারের লোকেরা, উঠ নামায পড়! কেননা, ইহা এমন একটি সময়, যে সময় আল্লাহ্ আযযা ওয়া জাল্লা দোআ কবুল করেন (সকলের) – জাদুকর ও অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারী ব্যতীত। —আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৬

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, ফরযের পর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নামায় হইল রাত্রির নামায। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৭

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযুর! অমুক ব্যক্তি রাতে নামায পড়ে; কিন্তু ভোরে উঠিয়া চুরি করে। হুযূর (ﷺ) বলিলেনঃ শীঘ্রই নামায তাহাকে উহা হইতে বিরত রাখিবে। —আহমদ ও বায়হাকী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৮

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৮। হযরত আবু সায়ীদ খুদরী ও হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কেহ রাতে আপন স্ত্রীকে জাগাইয়া দেয়, অতঃপর উভয়ে অথবা হুযূর (ﷺ) বলিয়াছেন, সে স্ত্রীকে লইয়া দুই রাকআত নামায পড়ে, তখন তাহারা আল্লাহর স্মরণকারীদের ও স্মরণকারিণীদের অন্তর্গত গণ্য হয়। —আবু দাউদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১২৩৯

পরিচ্ছেদঃ ৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের শ্রেষ্ঠ লোক তাহারাই, যাহারা কোরআনের বাহক এবং রাত্রি জাগরণকারী। – বায়হাকী

তাহকীক:
তাহকীক চলমান