মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১২৪১
details icon

পরিচ্ছেদঃ ৩৪. প্রথম অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা

ইসলামের দৃষ্টিতে যে কোন কাজেই কমি-বেশী উভয়ই দূষণীয়। সুতরাং নফল এবাদতেও উভয় দিক পরিহার করিয়া চলিবে-এ অধ্যায়ে ইহাই বলা হইয়াছে। —অনুবাদক
১২৪১। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন মাসে এভাবে রোযা ছেড়ে দিতেন যে, আমরা মনে করতাম, তিনি এ মাসে আর রোযা পালন করবেন না। আবার কোন মাসে এভাবে রোযা পালন করতেন যে, আমরা মনে করতাম তিনি এ মাসে আর রোযা ছাড়বেন না। আর তুমি যদি তাঁকে রাতে নামায আদায়রত অবস্থায় দেখতে চাইতে তবে তা দেখতে পেতে, আবার যদি তুমি তাঁকে ঘুমন্ত দেখতে চাইতে তবে তাও দেখতে পেতে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান