মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১২১৬
details icon

পরিচ্ছেদঃ ৩২. দ্বিতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৬। তাবেয়ী শারীক হাওযানী (রঃ) বলেন, আমি একদা হযরত আয়েশা (রাঃ)-এর নিকট যাইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে জাগিতেন কি কাজ আরম্ভ করিতেন? হযরত আয়েশা (রাঃ) বলিলেন, তুমি আমাকে এমন একটা বিষয় জিজ্ঞাসা করিলে যাহা তোমার পূর্বে কেহ আমায় জিজ্ঞাসা করে নাই। তিনি যখন রাতে জাগিতেন দশবার 'আল্লাহু আকবর' বলিতেন, দশবার 'আলহামদু লিল্লাহ্' বলিতেন, দশবার “সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলিতেন, দশবার 'সোবহানাল মালেকিল কুদ্দুস' বলিতেন, দশবার 'আস্তাগফিরুল্লাহ্' বলিতেন, দশবার 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলিতেন। অতঃপর দশবার বলিতেন, 'আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাইকিদ্দুনইয়া ওয়া যাইকে ইয়াওমিল কিয়ামাহ্।' অতঃপর নামায আরম্ভ করিতেন। – আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১২১৭
details icon

পরিচ্ছেদঃ ৩২. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৭। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে উঠিতেন, প্রথমে আল্লাহু আকবর বলিতেন। অতঃপর বলিতেন, “হে খোদা! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসার সহিত। তোমার নাম বরকতময়, তোমার মহত্ত্ব সুউচ্চ, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই।” তৎপর বলিতেন, “আল্লাহ্ অতি বড় মহান।” অতঃপর বলিতেন, “আমি শ্রোতা ও জ্ঞাতা আল্লাহর নিকট পানাহ্ চাইতেছি বিতাড়িত শয়তান হইতে—তাহার কুমন্ত্রণা, তাহার অহমিকা প্রদান ও তাহার (অকল্যাণকর) ফুঁ হইতে।”—তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
কিন্তু আবু দাউদ “তুমি ব্যতীত কোন মা'বূদ নাই”— বাক্যের পর এই বাক্যটি অধিক বর্ণনা করিয়াছেন, “অতঃপর হুযূর তিনবার বলিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ" এবং হাদীসের শেষাংশে বাড়াইয়াছেন, অতঃপর হুযূর কেরাআত আরম্ভ করিতেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান