মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১২১৮

পরিচ্ছেদঃ ৩২. তৃতীয় অনুচ্ছেদ - রাতের সালাতে যা পড়তেন
১২১৮। হযরত রবীআ ইবনে কা'ব আসলামী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর হুজরা মোবারকের নিকটেই রাত্রি যাপন করিতাম। অতএব, আমি শুনি তাম—তিনি যখন রাতে উঠিতেন দীর্ঘ সময় পর্যন্ত বলিতেন, “সোবহানা রাব্বিল আলামীন” আমি পবিত্রতা ঘোষণা করিতেছি জগতসমূহের প্রতিপালক রবের। অতঃপর দীর্ঘ সময় বলিতেন, 'সোবহানাল্লাহি ওয়া বিহাম্দিহি'– আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করিতেছি তাহার প্রশংসার সহিত। —নাসায়ী, তিরমিযীও ইহার অনুরূপ।

তাহকীক:
তাহকীক চলমান