মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১১৪৪

পরিচ্ছেদঃ ২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তকবীরে তাহরীমায় শামিল হইয়া চল্লিশ দিন যাবৎ আল্লাহর উদ্দেশ্যে জামাআতে নামায পড়িয়াছে, তাহার জন্য দুইটি মুক্তি নির্ধারিত রহিয়াছে—এক মুক্তি দোযখের আগুন হইতে, আর অপর মুক্তি কপটতা হইতে। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১১৪৫

পরিচ্ছেদঃ ২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ওযূ করিয়াছে এবং উত্তমরূপে উহা সম্পন্ন করিয়াছে, অতঃপর মসজিদে গিয়াছে; কিন্তু যাইয়া দেখিল যে, লোক নামায সম্পন্ন করিয়া ফেলিয়াছে। আল্লাহ্ তা'আলা তাহাকে সেই ব্যক্তির পরিমাণ সওয়াব দান করিবেন যে ব্যক্তি জামাআতে হাযির হইয়া নামায সম্পন্ন করিয়াছে, অথচ ইহা তাহাদের সওয়াবেরও কোন অংশ হ্রাস করিবে না। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান