মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৫
- নামাযের অধ্যায়
২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ওযূ করিয়াছে এবং উত্তমরূপে উহা সম্পন্ন করিয়াছে, অতঃপর মসজিদে গিয়াছে; কিন্তু যাইয়া দেখিল যে, লোক নামায সম্পন্ন করিয়া ফেলিয়াছে। আল্লাহ্ তা'আলা তাহাকে সেই ব্যক্তির পরিমাণ সওয়াব দান করিবেন যে ব্যক্তি জামাআতে হাযির হইয়া নামায সম্পন্ন করিয়াছে, অথচ ইহা তাহাদের সওয়াবেরও কোন অংশ হ্রাস করিবে না। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ م أُجُورهم شَيْئا» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ ব্যক্তি 'মসবূক' না হইলেও মসবুকের অনুরূপ। তাই হাদীসটি এ অধ্যায়ে আনা হইয়াছে। জামাআত ধরার পক্ষে গাফলতি না করিয়া জামাআত ধরিতে না পারিলে তবেই এই সওয়াব পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান