মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৬
২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, এক ব্যক্তি (মসজিদে) আসিল, অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) নামায সম্পন্ন করিয়া ফেলিয়াছেন। ইহা দেখিয়া তিনি বলিলেন, কেহ কি নাই যে, ইহাকে (জামাআতের) সওয়াব দান করে অর্থাৎ, ইহার সহিত নামায় পড়ে? অতঃপর এক ব্যক্তি দাঁড়াইল এবং তাহার সহিত নামায পড়িল। — তিরমিযী ও আবু দাউদ
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» فَقَامَ رَجُلٌ فيصلى مَعَه . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ ব্যক্তিও মসবূক নহে, কিন্তু তাহার অনুরূপ। ইমাম বায়হাকীর বর্ণনায় রহিয়াছে, দ্বিতীয় ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)। সম্ভবত তিনি প্রথম ব্যক্তির পিছনে নফলের একতেদাই করিয়াছিলেন।
