মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৪
- নামাযের অধ্যায়
২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তকবীরে তাহরীমায় শামিল হইয়া চল্লিশ দিন যাবৎ আল্লাহর উদ্দেশ্যে জামাআতে নামায পড়িয়াছে, তাহার জন্য দুইটি মুক্তি নির্ধারিত রহিয়াছে—এক মুক্তি দোযখের আগুন হইতে, আর অপর মুক্তি কপটতা হইতে। —তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاق . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
'তকবীরে তাহরীমায় শামিল হইয়াছে' – অর্থাৎ, ইমামের 'তকবীরে তাহরীমা' বলার সাথে সাথেই ‘তকবীরে তাহরীমা' বলিয়াছে। 'তকবীরে তাহরীমা'—অর্থ, নামায আরম্ভ করা কালের প্রথম তকবীর।