মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৩
২৮. দ্বিতীয় অনুচ্ছেদ - মোকতাদীর কর্তব্য ও মসবুকের করণীয়
১১৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা যখন নামাযে উপস্থিত হইবে আর আমরা তখন সজদায় থাকি, তোমরাও সজদা করিবে; কিন্তু উহাকে কিছু গণ্য করিবে না। অবশ্য যে ব্যক্তি পূর্ণ এক রাকআত পাইয়াছে সে পূর্ণ নামাযই পাইয়াছে। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهُ شَيْئًا وَمَنْ أَدْرَكَ رَكْعَةً فقد أدْرك الصَّلَاة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি মসবুক সম্পর্কে উক্ত হইয়াছে। 'কিছু গণ্য করিবে না' – কেননা, পূর্ণ রাকআতের জন্য রুকূ পাওয়া আবশ্যক ।
‘পূর্ণ নামাযই পাইয়াছে'—অর্থাৎ, পূর্ণ নামায জামাআতে পড়ার সওয়াব লাভ করিয়াছে। অতএব, জামাআত পাওয়ার ক্ষীণতম সম্ভাবনা থাকিলেও জামাআত ধরার চেষ্টা করা উচিত; আবার পূর্ণ জামাআত পাওয়ার জন্য দৌড়িয়া যাওয়াও নিষেধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১৪৩ | মুসলিম বাংলা