মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১১১৩

পরিচ্ছেদঃ ২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৩। হযরত সাহল ইবনে সা'দ সায়েদী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল যে, (হুযুরের) মিম্বর কিসের তৈয়ারী ছিল? তিনি বলিলেন, উহা জঙ্গলের ঝাউ গাছের ছিল। অমুক স্ত্রীলোকের গোলাম রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য উহা তৈয়ার করিয়াছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) উহার উপর দাঁড়াইয়া ছিলেন, যখন উহা তৈয়ার করা হইয়াছিল এবং মসজিদে রাখা হইয়াছিল। তিনি উহার উপর উঠিয়া কেবলার দিকে ফিরিলেন এবং তকবীরে তাহরীমা বলিলেন; আর লোকসকল তাঁহার পিছনে দাড়াইল। তিনি কেরাআত পড়িলেন এবং রুকূ করিলেন, লোকও তাঁহার পিছনে রুকূ করিলেন, অতঃপর তিনি মাথা উঠাইলেন, তৎপর পিছনে সরিয়া আসিলেন এবং যমীনের উপর সজদা দিলেন। পুনরায় তিনি মিম্বরে উঠিলেন, অতঃপর কেরাআত পড়িলেন, রুকূ করিলেন, রুকু হইতে মাথা উঠাইলেন, তৎপর পিছে সরিলেন এবং যমীনের উপর সজদা দিলেন। – বোখারী
মোত্তাফাক আলাইহি বর্ণনায়ও প্রায় এইরূপ রহিয়াছে, তবে উহার শেষের দিকে রহিয়াছে, যখন তিনি নামায সমাপ্ত করিলেন, লোকের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, লোকসকল! আমি ইহা এ জন্য করিলাম যাহাতে তোমরা সঠিকভাবে আমার নামায অবগত হইতে পার এবং আমার অনুসরণ করিতে পার ।
মোত্তাফাক আলাইহি বর্ণনায়ও প্রায় এইরূপ রহিয়াছে, তবে উহার শেষের দিকে রহিয়াছে, যখন তিনি নামায সমাপ্ত করিলেন, লোকের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, লোকসকল! আমি ইহা এ জন্য করিলাম যাহাতে তোমরা সঠিকভাবে আমার নামায অবগত হইতে পার এবং আমার অনুসরণ করিতে পার ।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১১১৪

পরিচ্ছেদঃ ২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ্ (ﷺ) আপন হুজরায় নামায পড়িলেন এবং লোকগণ হুজরার বাহির হইতে তাহার একতেদা করিলেন। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান