মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১১১০

পরিচ্ছেদঃ ২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১০। হযরত আবু বাকরা (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিলেন, তখন হুযূর রুকুতে ছিলেন। ইহা দেখিয়া তিনি ছফে পৌঁছিয়ার পূর্বেই (তবীরে তাহরীমা বলিয়া) রুকূতে গেলেন, অতঃপর এককদম হ্যাঁটিয়া ছফে পৌঁছিলেন। তিনি ইহা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলে নবী করীম (ছাঃ) বলিলেনঃ আল্লাহ্ তোমার (এবাদতের) লোভ বাড়াইয়া দিন। পুনরায় এইরূপ করিও না। বোখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১১১১

পরিচ্ছেদঃ ২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১১। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে নির্দেশ দিয়াছেন, আমরা যখন তিন জন হই, তখন আমাদের মধ্য হইতে একজন যেন আগে বাড়িয়া যায়। – তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১১১২

পরিচ্ছেদঃ ২৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১২। হযরত আম্মার ইবনে ইয়াসের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি একদিন মাদায়েনে লোকের ইমামত করিতেছিলেন এবং নিজে উঁচু জায়গায় দাঁড়াইয়া নামায পড়িতেছিলেন, আর লোকসকল তাহা অপেক্ষা নীচে দাঁড়াইয়াছিল। ইহা দেখিয়া হযরত হুযায়ফা (রাঃ) আগে বাড়িলেন এবং তাঁহার হাত ধরিলেন। আম্মার তাঁহার অনুসরণ করিলেন এবং হুযায়ফা তাঁহাকে নীচে নামাইয়া দিলেন। অতঃপর হযরত আম্মার নামায হইতে অবসর গ্রহণ করিলে হযরত হুযায়ফা তাঁহাকে বলিলেন, আপনি শুনেন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন কেহ লোকের ইমামত করে, তখন সে যেন তাহাদের অপেক্ষা উঁচু জায়গায় না দাঁড়ায়— হুযূর ইহা অথবা ইহার অনুরূপ বলিয়াছেন। তখন হযরত আম্মার বলিলেন, একারণেই তো আমি আপনার অনুসরণ করিলাম, যখন আপনি আমার হাত ধরিলেন। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান