মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১১০২
details icon

পরিচ্ছেদঃ ২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ছফ সোজা করিবে, বাহুমূলসমূহকে সমপর্যায়ে রাখিবে, ফাঁক সমূহ পূর্ণ করিবে এবং তোমাদের ভাইদের হাতে নরম থাকিবে, মধ্যখানে শয়তানের (জন্য) ফাঁক রাখিবে না। যে ব্যক্তি ছফকে মিলায় আল্লাহ্ তাহাকে (আপন রহমতের সহিত মিলান। আর যে ব্যক্তি ছফকে পৃথক করে আল্লাহও তাহাকে (আপন রহমত হইতে) পৃথক করেন। —আবু দাউদ
নাসায়ী শুধু 'যে ব্যক্তি ছফকে মিলায়' হইতে শেষ পর্যন্ত বর্ণনা করিয়াছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১০৩
details icon

পরিচ্ছেদঃ ২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ইমামকে মধ্যস্থলে রাখিবে এবং পরস্পরের মধ্যকার ফাঁক পূর্ণ করিবে। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১০৪
details icon

পরিচ্ছেদঃ ২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০৪। হযরত আয়েশা (রাযিঃ)বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ লোক সর্বদা প্রথম ছফ হইতে পিছনে থাকিতে চাহিবে, ফলে আল্লাহ্ তা'আলাও তাহাদিগকে পিছাইতে পিছাইতে দোযখ পর্যন্ত পিছাইয়া দিবেন। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১০৫
details icon

পরিচ্ছেদঃ ২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০৫। হযরত ওয়াবেসা ইবনে মা'বাদ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে ছফের পিছনে একা নামায পড়িতে দেখিলেন এবং তাহাকে নামায পুনরায় পড়িতে নির্দেশ দিলেন। – আহমদ, তিরমিযী ও আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১০৬
details icon

পরিচ্ছেদঃ ২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১০৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, একবার আমি আমার খালা উন্মুল মু'মিনীন হযরত মায়মুনার গৃহে রাত্রি যাপন করিতেছিলাম। দেখিলাম, তথায় রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামায পড়িতে দাড়াইয়াছেন। আমি যাইয়া তাহার বাম দিকে দাড়াইলাম। ইহা দেখিয়া তিনি আপন পিঠের পিছন দিয়া আমার হাত ধরিলেন এবং এইরূপে আপন পিঠের পিছন দিয়াই আমাকে তাহার ডান দিকে ঘুরাইয়া দিলেন। – মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১০৭
details icon

পরিচ্ছেদঃ ২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১০৭। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়িতে দাড়াইলেন, আর আমি আসিয়া তাহার বাম দিকে দাড়াইলাম। তিনি আমার হাত ধরিলেন এবং আমাকে ঘুরাইয়া তাহার ডান দিকে দাড় করাইলেন। অতঃপর জাব্বার ইবনে সাখর আসিয়া রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়াইল। এসময় তিনি আমাদের উভয়ের হাত ধরিলেন এবং ঠেলিয়া আমাদিগকে তাহার পিছনে দাড় করাইয়া দিলেন। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান