মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১১১৫
details icon

পরিচ্ছেদঃ ২৫. তৃতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৫। হযরত আবু মালেক আশআরী (রাঃ) একদা লোকদিগকে বলিলেন, আমি কি আপনাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায কেমন ছিল তাহা বাতলাইব না? পরবর্তী রাবী বলেন, অতঃপর তিনি নামায কায়েম করিলেন। প্রথমে পুরুষের সারি দাঁড় করাইলেন এবং তাহার পিছনে ছেলেদের সারি। অতঃপর তিনি তাহাদের নামায পড়াইলেন এবং তৎপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-র নামাযের বর্ণনা দিলেন এবং বলিলেন, হুযূর বলিয়াছেন, এইরূপই আমার উম্মতের নামায। — আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১১১৬
details icon

পরিচ্ছেদঃ ২৫. তৃতীয় অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১১৬। হযরত কায়স ইবনে ওবাদ তাবেয়ী বলেন, একদিন আমি মসজিদে প্রথম ছফে নামায পড়িতেছিলাম। হঠাৎ আমার পিছন হইতে এক ব্যক্তি আমাকে সজোরে টানিল এবং আমার স্থান হইতে সরাইয়া দিল, অতঃপর সে নিজে আমার স্থানে দাঁড়াইল। খোদার কসম, রাগে আমি আমার নামায পর্যন্ত হৃদয়ঙ্গম করিতে পারিলাম না। কিন্তু যখন সে (আমাদের সহিত ) নামায শেষ করিল, দেখি, তিনি যে হযরত উবাই ইবনে কা'ব সাহাবী! তখন তিনি আমায় বলিলেন, হে যুবক, আল্লাহ্ তোমায় দুঃখিত না করুন! ইহা আমাদের প্রতি নবী করীম (ﷺ)-এর উপদেশ, আমরা যেন তাঁহার (অর্থাৎ ইমামের) নিকট যাইয়া দাঁড়াই। অতঃপর তিনি কেবলামুখী হইয়া দাঁড়াইলেন এবং তিনবার করিয়া বলিলেন, খানায়ে কা'বার রবের কসম, 'আহলে আকদ' ধ্বংস হইয়াছে। তৎপর বলিলেন, আমি তাহাদের উপর (অর্থাৎ, জনসাধারণের উপর) দুঃখিত নই, দুঃখ তাহাদের উপর যাহারা তাহাদিগকে গোমরাহ্ করে। কায়স বলেন, আমি জিজ্ঞাসা করিলাম হে আবু ইয়াকুব ! আপনি 'আহলে আকদ' বলিতে কাহাদিগকে বুঝাইয়াছেন? তিনি বলিলেন, আমীর অর্থাৎ, শাসকমণ্ডলীকে। — নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান