মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১০৩৮
details icon

পরিচ্ছেদঃ ২১. তৃতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৮। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ছোয়াদ সূরায় সিজদাহ করলেন এবং বললেন, হযরত দাউদ (আঃ) এই সিজদাহ করেছিলেন তাওবাহম্বরূপ আর আমরা এটা করছি তাওবাহ কবুলের কৃতজ্ঞতা স্বরূপ। -নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০৩৯
details icon

পরিচ্ছেদঃ ২২. প্রথম অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৩৯। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যেন সূর্যোদয়ের সময় নামায পড়ার চেষ্টা না করে এবং সূর্যাস্তের সময়ও নয়।
বর্ণনান্তরে রয়েছে সূর্যের কিরণ দেখা দিলে নামায বন্ধ করবে-যখন পর্যন্ত না তা পরিষ্কারভাবে বের হয়ে যায়। এভাবে সূর্যের কিরণ অস্ত যেতে শুরু করলে তখনও নামায বন্ধ রাখবে যে পর্যন্ত না তা পূর্ণরূপে বিলীন হয়ে যায় এবং তোমরা তোমাদের নামাযের জন্যে সময় নির্ধারণ করো না সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কে। কেননা সূর্য শয়তানের শিং দু'টোর মাঝে উদয় হয় এবং একইভাবে অস্তও যায়। —বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান