মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৯১১

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১১। হযরত ওয়ায়েল ইবনে হুজর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর (তাশাহহুদের বৈঠক) সম্পর্কে বলেছেন, অতঃপর তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বাম পা বিছিয়ে দিয়ে বাম হাত বাম উরুর উপর রাখলেন। এভাবে তিনি ডান কনুই ডান উরুর উপর বিছিয়ে রাখলেন। তারপর ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা অঙ্গুলি বন্ধ করে (মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা) একটি বৃত্ত বানিয়ে তর্জনী অঙ্গুলিটি উঠালেন। এ সময়ে আমি তাঁকে তাশাহহুদ পড়ার সময় তর্জনী নাড়তে দেখলাম। -আবু দাউদ, দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১২

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১২। হযরত আব্দুল্লাহ ইবনে যোবায়ের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) তাশাহহুদ পড়ার সময়ে তর্জনী অঙ্গুলি দ্বারা ইশারা করতেন কিন্তু তা নাড়াতেন না। -আবু দাউদ, নাসায়ী কিন্তু আবু দাউদ
এ প্রসঙ্গে বলেছেন যে, এই সময় তাঁর দৃষ্টি তাঁর ইশারার দিক ছাড়া অন্যদিকে যেত না।
এ প্রসঙ্গে বলেছেন যে, এই সময় তাঁর দৃষ্টি তাঁর ইশারার দিক ছাড়া অন্যদিকে যেত না।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১৩

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি (সা'দ ইবনে আবু ওয়াককাছ) দুই অঙ্গুলি দ্বারা ইশারা করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, কি করছ? একটি দ্বারা, একটি দ্বারা। -তিরমিযী, নাসায়ী এবং বায়হাকী দাওয়াতে কবীরে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১৪

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৪। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে হাতে ভর দিয়ে বসতে নিষেধ করেছেন। —আহমদ, আবু দাউদ
আবু দাউদের অপর বর্ণনায় এটা এইরূপ আছে, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে বসা হতে উঠবার সময় দু'হাতে ভর দিয়ে উঠতে নিষেধ করেছেন।
আবু দাউদের অপর বর্ণনায় এটা এইরূপ আছে, রাসূলুল্লাহ (ﷺ) নামাযে বসা হতে উঠবার সময় দু'হাতে ভর দিয়ে উঠতে নিষেধ করেছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১৫

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৫। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) প্রথম দুই রাকাতের পরের বৈঠক হতে এত তাড়াতাড়ি উঠে দাঁড়াতেন, যেন তিনি কোন গরম পাথরের উপর বসা থাকেন। –তিরমিযী, আবু দাউদ, নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান