মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৯১৭

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৭। হযরত নাফে' (রহ) বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) নামাযের মধ্যে বসবার সময় উভয় হাত উভয় হাঁটুর উপর রাখতেন এবং তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এই সময় তিনি তাঁর দৃষ্টি ঐ অঙ্গুলির দিকে নিবদ্ধ রাখতেন। তারপর হযরত ওমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, নিশ্চয় এভাবে শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করা শয়তানের প্রতি লোহার তীরের তুলনায়ও অধিক কঠোর। -আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১৮

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদ
৯১৮। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলতেন, তাশাহহুদ নীরবে পাঠ করা সুন্নত। -আবু দাউদ, তিরমিযী
তিরমিযী বলেছেন যে, এই হাদীসটি হাসান, গরীব
তিরমিযী বলেছেন যে, এই হাদীসটি হাসান, গরীব

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯১৯

পরিচ্ছেদঃ ১৬. প্রথম অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯১৯। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত কা'ব ইবনে উজরাহ (রাযিঃ)-এর সাথে আমার দেখা হল। তিনি বললেন, হে আব্দুর রহমান। আমি কি তোমাকে একটি কথা উপহার দিব না? যা আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শ্রবণ করেছি? আমি বললাম, হ্যাঁ, তা আমাকে অবশ্যই উপহার দিবেন। তখন তিনি বললেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা আপনার উপর এবং আপনার পরিবার-পরিজনের উপর কিভাবে সালাম ও ছালাত পাঠ করব, তা আমাদেরকে বলে দিন। আল্লাহ্ পাক তো আমাদেরকে কিভাবে আপনাদের প্রতি সালাম জানাতে হবে তা শিক্ষা দিয়েছেন। তিনি (ﷺ) বললেন, তোমরা এইরূপ বলবে, “হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে হযরত ইবরাহীম এবং হযরত ইবরাহীমের পরিবার-পরিজনের প্রতি রহমত করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের প্রতি কল্যাণ দান করুন, যেভাবে আপনি হযরত ইবরাহীম এবং হযরত ইবরাহীমের পরিবার-পরিজনের প্রতি কল্যাণ দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। -বুখারী, মুসলিম
কিন্তু মুসলিমের বর্ণনার দুই স্থানে 'আলা ইবরাহীমা কথাটি নেই।
কিন্তু মুসলিমের বর্ণনার দুই স্থানে 'আলা ইবরাহীমা কথাটি নেই।

তাহকীক:
তাহকীক চলমান