মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৭৮২
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮২। হযরত সাহাল ইবনে আবু হাছমাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কেউ কোন সুতরা কাঠি সামনে রেখে নামায পড়ে সে যেন তার কাছাকাছি দাঁড়ায়। তা হলে শয়তান তার নামায নষ্ট করতে পারবে না। -আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৭৮৩
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৩। হযরত মেকদাদ ইবনে আসওয়াদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি যখনই রাসূলুল্লাহ (ﷺ)-কে কোন কাষ্ঠখণ্ড বা খুঁটি অথবা কোন গাছপালা সামনে রেখে নামায পড়তে দেখেছি, তখনই দেখেছি তিনি তা নিজ ডানভ্রূর অথবা বামভ্রূর সামনেই রেখেছেন। একেবারে সোজা নাক বরাবর সামনে রাখেন নি। -আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৭৮৪
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৪। হযরত ফজল ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন একটি মাঠে অবস্থান করছিলাম। তাঁর সঙ্গে ছিলেন তখন (আমাদের পিতা) আব্বাস (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) তখন ঐ মাঠে নামায পড়লেন। তাঁর সামনে কোন আড়াল ছিল না। আমাদের একটি মাদী গাধা এবং একটি মাদী কুকুর তাঁর সামনে ছুটাছুটি করছিল; কিন্তু তিনি সেদিকে কোন ভ্রূক্ষেপ করলেন না। -আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৭৮৫
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৫। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কোন কিছুই নামায নষ্ট করতে পারে না তবে তোমরা সম্মুখ দিয়ে অতিক্রমকারীকে বাধা দিবে, যতটা তোমাদের সাধ্যে কুলায়। নিশ্চয়ই ঐরূপ অতিক্রমকারী শয়তান। -আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৭৮৬
details icon

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৬। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখ দিকে নিদ্রা যেতাম, আর আমার পদদ্বয় থাকত তাঁর কিবলার দিকে। যখন তিনি সিজদায় যেতেন আমাকে খোঁচা দিতেন। আর আমি আমার পা দু'টো টেনে নিতাম। তারপর তিনি দাঁড়িয়ে গেলে আবার পা দু'টো লম্বা করতাম। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, তখন আমাদের ঘরে আলো থাকত না। -বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান