মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৭৭৭

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৭। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কেউ কোন বস্তুকে মানুষ হতে অন্তরায়রূপে দাঁড় করিয়ে নামায পড়তে থাকে, আর কেউ সেই অন্তরালের মধ্য দিয়ে গমন করতে চায়, তখন সে যেন তাকে বাধাদান করে। যদি সে বাধা না মানতে চায়, তবে সে যেন তার সাথে সংঘর্ষে মত্ত হয়। কেননা ঐরূপ গমনকারী ব্যক্তি মানুষরূপী শয়তান। —এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমও এই মর্মে বর্ণনা করেছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৭৮

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৮। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, স্ত্রীলোক, গাধা এবং কুকুর ইত্যাদি নামায নষ্ট করে এবং তা হতে বাঁচিয়ে রাখে হাওদার পিছনের কাঠের ন্যায় কোন বস্তু। -মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৭৯

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে নামায পড়তেন আর আমি তাঁর এবং কিবলার মাঝখানে আড়াআড়িভাবে শায়িত থাকতাম। জানাযার আড়াআড়ি থাকার ন্যায়। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৮০

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি একটি মাদী গাধায় আরোহণ করে এলাম। তখন আমার বয়স বালেগ হওয়ার নিকটবর্তী। ঐ সময় রাসূলুল্লাহ (ﷺ) মিনায় কোন দেয়ালের আড়াল ছাড়া লোকজন নামায পড়ছিলেন। তখন আমি কাতারের একাংশের সম্মুখ দিয়ে গেলাম। তারপর গাধাটিকে চরার জন্য ছেড়ে দিয়ে আমি কাতারে প্রবেশ করলাম; কিন্তু আমার এই কাজে কেউ কোনরূপ বাধা দিল না। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৮১

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ নামায পড়ার সময় সামনে যেন কিছু রেখে নেয়। এজন্য কোনকিছু না পেলে তার লাঠি দাঁড় করিয়ে নেয়। যদি তার সাথে লাঠিও না থাকে তা হলে যেন (অন্ততঃ) একটি রেখা টেনে নেয়। তারপর তার সম্মুখ দিয়ে কোনকিছু গেলে তার কোন ক্ষতি হবে না। -আবু দাউদ, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান