মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৭৫৮

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৫৮। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত আয়েশা (রাযিঃ)-এর একটি পর্দা ছিল, যা তিনি তাঁর কক্ষের একদিকে টানিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার এই পর্দাটি আমাদের নিকট হতে সরিয়ে ফেল। কেননা সেটির ছবিগুলো নামাযের মধ্যে আমার নজরে পড়তে থাকে। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৫৯

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৫৯। হযরত ওকবাহ ইবনে আমের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি রেশমের আবা হাদিয়া দেয়া হলো। তিনি তা পরিধান করতঃ নামায পড়লেন। নামাযের পরে তা ব্যতিব্যস্তভাবে খুলে ফেললেন। (মনে হতেছিল) যেন তা তাঁর খুবই অপছন্দের বস্তু। তিনি বললেন, এটা খোদাভীরুদের জন্য নয়। —বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৬০

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬০। হযরত সালামাহ ইবনে আকওয়া (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি একজন শিকারী ব্যক্তি; সুতরাং আমি (লুঙ্গি ব্যতীত) এক জামায় নামায পড়তে পারি কি? তিনি বললেন, হ্যাঁ। তবে তার বোতাম লাগিয়ে দিবে। বোতাম না থাকলে কাঁটা দ্বারা হলেও ফাঁকা বন্ধ করে দিবে। -আবু দাউদ
ইমাম নাসায়ী (রহ)ও এরূপ বর্ণনা করেছেন।
ইমাম নাসায়ী (রহ)ও এরূপ বর্ণনা করেছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৬১

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি নামায পড়ছিল, তখন তার লুঙ্গি অধিক পরিমাণে ঝুলে পড়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, যাও তুমি গিয়ে অজু করে আস। লোকটি গিয়ে অজু করে এল। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তাকে অজু করতে বললেন কেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে তার লুঙ্গি ঝুলিয়ে দিয়ে নামায পড়ছিল। অথচ যে এভাবে লুঙ্গি ঝুলিয়ে দেয়, আল্লাহ্ পাক তার নামায কবুল করেন না। -আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৭৬২

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬২। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মাথায় ওড়না ব্যবহার করা ছাড়া সাবালিকা মহিলাদের নামায কবুল হয় না। —আবু দাউদ, তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান