মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৮৩

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - (সালাতের) সময়সমূহ
৫৮৩। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, হযরত জিবরাঈল (আ) বাইতুল্লাহ এর নিকট দু'বার আমার ইমামতি করেছেন। (প্রথমবার) তিনি আমাকে যোহর পড়ালেন যখনই সূর্য ঢলে পড়ল। আর তা ছিল জুতার ফিতার পরিমাণ এবং আছর পড়ালেন যখনই প্রত্যেক বস্তুর ছায়া তার একগুণ হল। আর মাগরিব পড়ালেন, যখন রোযাদার রোযার ইফতার করে এবং এশা পড়ালেন যখন লালিমা অদৃশ্য হল। আর ফজর পড়ালেন, যখন রোযাদারের উপর পানাহার করা হারাম হয়। (অর্থা সুবহে সাদিক শুরু হয়ে যায়)। যখন দ্বিতীয় দিন এল, তিনি আমাকে যোহর পড়ালেন যখন কোন বস্তুর ছায়া তার একগুণ হল। আর আছর পড়ালেন যখন তার ছায়া দ্বিগুণ হল। আর মাগরিব পড়ালেন পূর্বের ন্যায়। যখন রোযাদার রোযার ইফতার করে এবং এশা পড়ালেন যখন রাত্রের এক-তৃতীয়াংশ পূর্ণ হল। অবশেষে ফজর পড়ালেন এবং খুব পরিষ্কার সুবহে সাদিকে পড়ালেন। তারপর আমার প্রতি লক্ষ্য করে বললেন, হে মুহাম্মাদ (ﷺ)! এটা আপনার পূর্বেকার নবী রাসূলদের নামাযের ওয়াক্ত নামাযের সময় এই দুই সময়ের মাঝখানে। আবু দাউদ, তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান