মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫৮২
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - (সালাতের) সময়সমূহ
৫৮২। হযরত বুরাইদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমাদের সাথে দু'দিন নামায পড়। (প্রথম দিন) যখন সূর্য ঢলে পড়ল। তিনি (ﷺ) বেলালকে নির্দেশ দিলেন এবং বেলাল আযান দিলেন। তারপর তিনি নির্দেশ দিলেন এবং বেলাল যোহরের একামত দিলেন। অতঃপর তাকে নির্দেশ দিলেন। তিনি আছরের একামত দিলেন, অথচ তখন সূর্য উচ্চে অবস্থিত এবং পরিষ্কার সাদা। এরপর তাকে নির্দেশ দিলেন। তিনি মাগরিবের একামত দিলেন। যখন অস্তমিত হল। তারপর তাকে নির্দেশ দিলেন। তিনি এশার একামত বললেন। তখন কেবল আকাশের লালবর্ণ অদৃশ্য হল। তারপর তাকে নির্দেশ দিলেন। তিনি ফজরের একামত বললেন, যখন সুবহে সাদিক উদয় হল। (দ্বিতীয় দিন) রাসূলুল্লাহ (ﷺ) বেলালকে নির্দেশ দিলেন, যোহরকে ঠাণ্ডা হওয়া পর্যন্ত বিলম্ব করতে। তিনি তাতে বিলম্ব করলেন এবং তাপ যথেষ্ট শীতল হওয়া পর্যন্ত বিলম্ব করলেন। তারপর আছর পড়লেন। সূর্য তখন উচ্চে বিরাজমান। তাতে বিলম্ব করলেন পূর্বদিন অপেক্ষা বেশী এবং মাগরিব পড়লেন লাল রং অদৃশ্য হওয়ার কিছু পূর্বে। আর এশা পড়লেন রাত্রির এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর। তারপর ফজর পড়লেন এবং তা সুবহে সাদিক খুব পরিষ্কার হওয়ার পর। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেসকারী লোকটি কোথায়? লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এই যে (উপস্থিত)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের নামাযের ওয়াক্ত তোমরা যা (অর্থাৎ যে দুই সীমা) প্রত্যক্ষ করলে তার মাঝখানে। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান