মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৩৯

পরিচ্ছেদঃ ১১. প্রথম অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৩৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বার্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের জন্য একান্ত আবশ্যক যেন সে প্রতি সপ্তাহে (অন্ততঃ) একদিন গোসল করে। যাতে সে তার মস্তক ও শরীর ধৌত করে নেয়। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৪০

পরিচ্ছেদঃ ১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪০। হযরত সামুরাহ ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমু'আর দিনে (শুধু) অজু করল, তা তার জন্য যথেষ্ট এবং উত্তম। আর যে ব্যক্তি গোসল করল তা হল তার জন্য অতি উত্তম। –আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৪১

পরিচ্ছেদঃ ১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত লোককে গোসল করাবে সে যেন নিজেও গোসল করে। -ইবনে মাজাহ। আহমদ, তিরমিযী ও আবু দাউদ অতিরিক্ত এটি যোগ করেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে বহন করবে সে যেন অজু করে নেয়।

তাহকীক:
তাহকীক চলমান