মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫৩৬

পরিচ্ছেদঃ ১০. তৃতীয় অনুচ্ছেদ - তায়াম্মুম
৫৩৬। হযরত আম্মার ইবেনে ইয়াসির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলেন, তখন তাঁরা ফজরের নামাযের জন্য পাক মাটি দ্বারা মাসেহ করলেন। তাঁরা তাঁদের হাত মাটিতে মারলেন, অতঃপর নিজেদের মুখমণ্ডল একবার করে মাসেহ করলেন। এরপর তাঁরা তাঁদের হাতগুলো পাক মাটিতে দ্বিতীয়বার মারলেন এবং সকলে উভয় হাতের বাহুমূল পর্যন্ত সম্পূর্ণ হাত মাসেহ করলেন এবং তাঁদের হাতের ভিতর দিকটা বগল পর্যন্ত মাসেহ করলেন। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৩৭

পরিচ্ছেদঃ ১১. প্রথম অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৩৭। হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ জুমু'আর নামায পড়তে গেলে, সে যেন গোসল করে নেয়। - বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান