মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫১৮

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫১৮। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাবুক যুদ্ধে শরীক হয়েছিলেন। তিনি বলেন একদা রাসূলুল্লাহ (ﷺ) প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বের হলেন। আর আমি তাঁর সাথে একটি পানির পাত্র নিয়ে গেলাম। সময়টি ছিল ফজরের কিছু পূর্বে। তিনি প্রত্যাবর্তন করলে আমি পাত্র হতে তাঁর দু'হাতে পানি ঢালতে থাকলাম এবং তিনি তাঁর হস্তদ্বয় ও মুখমণ্ডল ধৌত করলেন। তখন তাঁর গায়ে একটি পশমের জুব্বা ছিল। তিনি তাঁর হস্তদ্বয় আস্তিন হতে খুলতে চাইলেন। কিন্তু আস্তিন অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে জুব্বার নীচ হতেই হস্তদ্বয় বের করলেন। আর জুব্বাটিকে তাঁর কাঁধের উপর রেখে দিলেন। অতঃপর হস্তদ্বয় (কনুই পর্যন্ত) ধৌত করলেন। তারপর মাথার সম্মুখভাগ এবং পাগড়ীর উপর মাসেহ করলেন। অতঃপর আমি তার মোজা খুলতে চাইলে তিনি বললেন, এটা এভাবেই থাকতে দাও। আমি এটা পরিধান করেছি পা দু'টো পবিত্র থাকা অবস্থায়। এটা বলে তিনি সেই মোজার উপরই মাসেহ করলেন। তারপর তিনি বাহনে সওয়ার হলেন এবং আমিও সওয়ার হলাম। তারপর আমরা আমাদের কাফেলার নিকট পৌঁছলাম। তারা তখন নামাযে দাঁড়িয়ে গিয়েছিলেন। আব্দুর রহমান ইবন আওফ তাদের ইমামতি করছিলেন এবং তাদেরকে নিয়ে এক রাকাত আদায়ও করে ফেলেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর আগমনের ব্যাপারটি টের পেয়ে তিনি পিছনে সরে আসতে চাইলেন; কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) ইশারায় তাকে যথাস্থানেই থাকতে বললেন; সুতরাং রাসূলে পাক (ﷺ) তার সাথে দুই রাকাতের মধ্যে এক রাকাতই পেলেন। আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) সালাম ফিরালে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন এবং আমিও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম এবং আমাদের যে রাকাত ছুটে গিয়েছিল তা আমরা আদায় করলাম।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১৯

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫১৯। হযরত আবু বাকরাহ (রাযিঃ) নবী পাক (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (নবী পাক (ﷺ) মুসাফিরের জন্য তিনদিন তিনরাত্র এবং মুকীমের জন্য একদিন একরাত্র মোজার উপর মাসেহ করতে অনুমতি দিয়েছেন- যদি তারা অজু করে মোজা পরে থাকে। —আল আহরাম, ইবন খুযায়মাহ, দারা কুতনী ।

তাহকীক:
তাহকীক চলমান