মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫২১
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২১। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি তাবুক যুদ্ধে নবী পাক (ﷺ)-কে অজু করিয়েছি। তিনি মোজার উপর দিক এবং নীচের দিক উভয়ই মাসেহ করেছেন। -আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ তিরমিযী বলেছেন হাদীছটি মা'লূল। আমি আবু যুর'আকে এবং ইমাম বুখারীকে এটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তাঁরা বলেছেন যে, এটি সহীহ-শুদ্ধ হাদীস নয়। অনুরূপভাবে আবু দাউদ (রাহঃ) ও এটিকে দুর্বল বলেছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫২২
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২২। হযরত মুগীরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি নবী পাক (ﷺ)-কে মোজাদ্বয়ের উপরের দিকে মাসেহ করতে দেখেছি। -তিরমিযী, আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫২৩
details icon

পরিচ্ছেদঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২৩। হযরত মুগীরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) অজু করলেন এবং জুতাদ্বয় ও মোজাদ্বয়ের উপর মাসেহ করলেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫২৪
details icon

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২৪। হযরত মুগীরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মোজাদ্বয়ের উপর মাসেহ করলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি (পা ধুতে) ভুলে গিয়েছেন। তিনি বললেন, ভুল করেছ বরং তুমিই। এইরূপ করার জন্যই আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, যিনি মহান এবং মহাপরাক্রম। -আহমদ, আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান