মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫১৫

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৫। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যার গোশত খাওয়া বৈধ, তার প্রস্রাব লাগলে কোন ক্ষতির কারণ নেই।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১৬

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৬। জাবির (ইবনু ’আব্দুল্লাহ) (রাঃ)-এর বর্ণনায় আছেঃ তিনি বলেন, যে জীব-জন্তুর গোশত খাওয়া হয় তার প্রস্রাবে দোষ নেই। (আহমাদ ও দারাকুত্বনী)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১৭

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫১৭। হযরত শুরাইহ ইবন হানী বলেছেন, আমি হযরত আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তা মুসাফিরের জন্য তিনদিন তিনরাত্র এবং মুকীমের জন্য একদিন একরাত্র নির্ধারণ করে দিয়েছেন। -মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান