মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫০৮

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৮। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমাদের নিকট এই মর্মে রাসূলুল্লাহ (ﷺ)-এর (একটি) পত্র পৌঁছেছিল যে, মৃতের চামড়া বা রগ কোন কাজে ব্যবহার করবে না। (তা পাক করার পূর্বে) –তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৯

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) মৃতের চামড়াসমূহ শোধন করার পর তা দ্বারা ফায়দা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। -মালেক, আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১০

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১০। হযরত মায়মুনাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) কতিপয় কুরাইশ তাদের একটি গাধাসদৃশ (বিরাট) মৃত বকরী টানতে টানতে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা এর চামড়াটি রেখে দিলে ভাল করতে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীটি তো মৃত । তিনি বললেন, পানি আর সলম বৃক্ষের পাতা দ্বারা একে পাক করা যায়। -আহমদ, আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১১

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১১। হযরত সালামাহ ইবন মুহাব্বিক (রাযিঃ) হতে বর্ণিত। তবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) একটি পরিবারের নিকট উপস্থিত হয়ে দেখলেন যে, সেখানে একটি মশক ঝুলানো রয়েছে। তিনি (তা হতে) কিছু পানি চাইলেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! এটা একটি মৃত জন্তুর চামড়া। তিনি বললেন, তাকে শোধন করে নেয়াই হল তার পবিত্রতা। (তা তো করাই হয়েছে) –আহমদ, আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১২

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১২। আব্দুল আশহাল বংশের জনৈকা মহিলা হতে বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! মসজিদের দিকে আমাদের (যাওয়ার জন্য) একটি দুর্গন্ধময় পথ রয়েছে। আমরা বৃষ্টির সময় তা হতে কিভাবে সতর্ক থাকব? তিনি বললেন, ঐ পথের পরে এমন কি কোন পথ নাই যা তার চেয়ে উত্তম? আমি বললাম হ্যাঁ, আছে। তখন তিনি বললেন, ঐ পথই পূর্বোক্ত পথের প্রতিষেধক। (অর্থাৎ তার পাক মাটি দ্বারা পূর্বোক্ত পথের নাপাক মাটি দূর হয়ে যাবে।) -আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১৩

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৩। হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নামায পড়তাম। অথচ রাস্তায় চলার কারণে অজু করতাম না। (অর্থাৎ পুনরায় পা ধুইতাম না) । -তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১৪

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৪। হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে মসজিদে (নববীতে) কুকুর গমনাগমন করত; কিন্তু সাহাবীগণ এজন্য পানিও ছিটিয়ে দিতেন না। (ধৌত তো করতেনই না)। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান