মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৯৭

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৭। হযরত উম্মে কায়স বিনতে মিহছান হতে বর্ণিত রয়েছে। তিনি তার একটি ছোট শিশু নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হলেন। শিশুটি তখনও খাবার খেতে শুরু করেনি। তিনি তাকে নিজ কোলে নিয়ে বসালেন। অমনি শিশুটি তার কাপড়ে প্রস্রাব করে দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) পানি এনে তাতে ঢেলে দিলেন কিন্তু ধৌত করলেন না। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯৮

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৮। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হত বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি। তিনি ইরশাদ করেছেন, কাঁচা চামড়া দাবাগাত করলে অর্থাৎ পরিশোধিত করলে তা পাক হয়ে যায়।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৯৯

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৯। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, উম্মুল মু'মিনীন হযরত মায়মুনার মুক্তকৃত দাসীকে একটি বকরী দান করা হল, বকরীটি মরে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বকরীটির নিকট দিয়ে যাবার সময় বললেন, তোমরা বকরীটির চামড়া নিয়ে পাক করলে না কেন? তাদ্বারা তো উপকৃত হতে পারতে? লোকগণ বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীটি যে মৃত। তিনি বললেন, তাতে তো তার মাংস খাওয়াই মাত্র নিষিদ্ধ হয়েছে। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০০

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০০। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী হযরত সাওদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (এক সময়) আমাদের একটি বকরী মরে গেলে আমরা তার চামড়া পাক করলাম। তারপর হতে সর্বদা আমরা তাতে নাবীয বানিয়ে থাকি । এইভাবে তা আমাদের একটি পুরাতন মশকে পরিণত হল। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০১

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০১। হযরত লুবাবাহ বিনতে হারেছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক সময় হোসায়ন ইবন আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কোলে থাকা অবস্থায় তাঁর কোলে প্রস্রাব করে দিলেন। তখন আমি রাসূলে পাক (ﷺ)-কে বললাম, অন্য কাপড় পরিধান করুন এবং আপনার ঐ কাপড়টি দিন, আমি তা ধৌত করে দেই। তিনি বললেন, ধৌত করতে হয় মেয়েদের প্রস্রাব, ছেলেদের প্রস্রাবে পানি ঢেলে দিলেই হয়। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০২

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০২। আবু দাউদ ও নাসায়ীর এক বর্ণনায় আবুস্ সাম্হ হতে এ শব্দগুলো অনুরূপ বর্ণিত হয়েছে যে, তিনি (ﷺ) বলেছেনঃ মেয়ে শিশুদের প্রস্রাব ধুতে হয়। আর ছেলে শিশুদের প্রস্রাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৩

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের কেউ জুতা দ্বারা নাপাক বস্তু মাড়ালে মাটি তার জন্য পবিত্রকারী। —আবু দাউদ, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৪

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৪। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তাকে একটি স্ত্রীলোক বলল, আমি আমার কাপড়ের আঁচল ঝুলিয়ে দেই আর নাপাক স্থানে চলাফেরা করি। (এমতাবস্থায় আমার) কি করতে হবে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরবর্তী পবিত্র স্থানের মাটি তাকে পাক করে দিবে।-মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৫

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৫। হযরত মেকদাম ইবনে মাদীকারাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র জন্তুর চামড়া পরতে এবং তার উপর আরোহণ করতে নিষেধ করেছেন। —আবু দাউদ, নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৬

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৬। হযরত আবুল মালীহ ইবনে উসামাহ তার পিতা হতে বর্ণনা করেছেন। নবী পাক (ﷺ) হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০৭

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০৭। হযরত আবুল মালীহ হতে বর্ণিত রয়েছে যে, তিনি হিংস্র জন্তুর চামড়ার মূল্য মাকরূহ জানতেন। -তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান