মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৬

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৬। হযরত সায়েব ইবনে ইয়াযিদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার খালা আমাকে (একদা) নবী পাক (ﷺ)-এর নিকট নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার এই ভাগ্নেটি অসুস্থ। (এটা শুনে) তিনি (ﷺ) আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য কল্যাণ কামনা করলেন। তারপর তিনি অজু করলেন। আমি তাঁর অজুর পানি হতে কিছুটা পান করলাম। তারপর তাঁর পিছনে দাঁড়ালাম এবং তাঁর দুই কাঁধের মাঝখানে মশারীর পর্দার ঘুটির অনুরূপ মোহরে নুবয়াত দেখে ফেললাম। -বুখারী, মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৭

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৭। হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, সেই পানি সম্পর্কে, যা মাঠে ময়দানে জমে থাকে। আর তাতে নানা ধরনের বন্য জীব-জন্তু এমনকি কীট-পতঙ্গ এসে পানি উচ্ছিষ্ট করে। তিনি জবাবে বললেন, পানি যখন দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না। -আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, দারেমী, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৮

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলে পাক (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ কূয়ার পানি দ্বারা অজু করতে পারি? তা তো এমন একটি কূপ যাতে হায়েজের নেকড়া, কুকুরের গোশত এবং দুর্গন্ধময় আবর্জনা ইত্যাদি নিক্ষেপ করা হয়। তিনি (ﷺ) বললেন, পানি পাক। কোন কিছুই তাকে নাপাক করতে পারে না। -আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান