মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৭২
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৭২। হযরত হুমাইদ হিমইয়ারী বলেছেন, আমার এমন এক ব্যক্তির সাথে দেখা হল, যিনি চার বছর যাবত রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্যে ছিলেন; যেভাবে হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) চার বছর তাঁর সাহচর্য লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষের অবশিষ্ট পানি দ্বারা স্ত্রীলোককে গোসল করতে এবং স্ত্রীলোকের অবশিষ্ট পানি দ্বারা পুরুষকে গোসল করতে নিষেধ করেছেন। পরবর্তী বর্ণনাকারী মুসাদ্দাদ এই কথা বর্ধিত করেছেন, “বরং উভয় যেন একই সাথে হাতের অঞ্জলি পানি ভর্তি করে।” -আবু দাউদ, নাসায়ী
হাদীছের শুরু অংশে আহমদ (রহ) উদ্ধৃত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) প্রতিদিন চুল আঁচড়াতে এবং গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন।
كتاب الطهارة
وَعَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ قَالَ لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ سِنِينَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَغْتَسِلَ وَالْمَرْأَة بِفَضْلِ الرَّجُلِ أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ. زَادَ مُسَدَّدٌ: وَلْيَغْتَرِفَا جَمِيعًا رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ وَزَاد أَحْمد فِي أَوله: نهى أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُولَ فِي مغتسل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৩
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৭৩। ইবন মাজাহ (রহ) এটি আব্দুল্লাহ ইবনে আরজিখ (রহ) থেকে বর্ণনা করেছেন।
كتاب الطهارة
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سرجس
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৪
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন স্রোতবিহীন বদ্ধ পানিতে প্রস্রাব না করে যে সে-ই তাতে গোসল করে। -বুখারী, মুসলিম
ইমাম মুসলিমের এক বর্ণনায় এসেছে যে, তিনি (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন অপবিত্র অবস্থায় স্থির ও বদ্ধ পানিতে পেশাব না করে।
كتاب الطهارة
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يجْرِي ثمَّ يغْتَسل فِيهِ»

وَفِى رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «لَا يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ» . قَالُوا: كَيْفَ يَفْعَلُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: يَتَنَاوَلُهُ تَنَاوُلًا
হাদীস নং: ৪৭৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৫। হযরত জাবের ইবন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। -মুসলিম
كتاب الطهارة
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَالَ فِي الْمَاءِ الراكد. رَوَاهُ مُسلم