মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৭৯
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্র ভ্রমণে নৌকায় আরোহণ করার সময় সাথে কিছু পরিমাণ মিঠা পানি নিয়ে থাকি। তা দ্বারা অজু করলে পিপাসার শিকার হই। এমতাবস্থায় আমরা সাগরের লবণাক্ত পানি দ্বারা অজু করতে পারব কি-না? তিনি বললেন, সমুদ্রের পানি পাক এবং তার মৃত জীব হালাল। -মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮০
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮০। আবু যায়েদ হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জিন্নদের সাথে সাক্ষাতের রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার মশকে কি বস্তু রয়েছে? তিনি বলেন, আমি বললাম, তাতে খেজুর ভেজানো পানি আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, খেজুর পবিত্র এবং পানি পবিত্রকারী (সুতরাং এই পানিতে অজু করতে বাধা কোথায়?) -আবু দাউদ
আর আহমদ ও তিরমিযী উক্ত হাদীসে এ অংশটুকু বৃদ্ধি করেছেন যে, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা দ্বারা অজু করলেন। তিরমিযী আরো বলেন, আবু যায়েদ একজন অপরিচিত ব্যক্তি, (সুতরাং তার মাধ্যমে বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয়। অথচ)

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮১
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮১। সহীহ সূত্রে ইবনে মাসউদের অপর শাগরেদ আলকামা হতে বর্ণিত আছে যে, হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, আমি জিনের রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম না। (মুসলিম)

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮২
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮২। কাবশা বিনতে কা'ব ইবন মালেক যিনি আবু কাতাদাহর পুত্রবধূ তিনি বর্ণনা করেছেন, একদা (তাঁর শ্বশুর) আবু কাতাদাহ তাঁর নিকট গেলে তিনি তার জন্য অজুর পানি ঢাললেন। ঐ সময় একটি বিড়াল এসে ঐ পানি পান করতে শুরু করল। আর তিনি (আবু কাতাদাহ) বিড়ালটির পানি পান করা পর্যন্ত পানির পাত্রটি কাত করে ধরলেন। কাবশা বলেন, আমি তার দিকে চেয়ে থাকায় তিনি বললেন, ভাতিজি! তুমি অবাক হচ্ছ? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল নাপাক নয়। তা তোমাদের নিকট প্রায় সার্বক্ষণিক বিচরণকারী অথবা বিচরণকারিণী। -মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮৩
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৩। দাউদ ইবনে ছালেহ ইবনে দীনার তার মাতা হতে বর্ণনা করেছেন যে, তার (মাতার) আযাদকারিণীগণ একদা তাকে (মাতাকে) কিছু হারীসাসহ হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট পাঠালেন। তার মাতা বলেন, আমি গিয়ে তাঁকে নামায পাঠরত অবস্থায় পেলাম। তিনি হাতের ইশারায় তা আমাকে রেখে দিতে বললেন। এ সময় একটি বিড়াল এসে তা হতে কিছু খেল। অতঃপর যখন হযরত আয়েশা (রাযিঃ) নামায হতে অবসর হলেন, তখন বিড়াল যে স্থান হতে খেয়েছে তিনিও সেখান থেকে খেলেন। আর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল নাপাক নয়, তা তোমাদের কাছে বারবার গমনকারী সেবকের মতো। তিনি আরো বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে অজু করতেন। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮৪
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৪। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, আমরা কি গাধার উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে পারি? জবাবে তিনি বললেন, হ্যাঁ; বরং সকল হিংস্র জন্তুর উচ্ছিষ্ট দ্বারাই (পার)। —শবহে সুন্নাহ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮৫
details icon

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৫। হযরত উম্মে হানী হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং হযরত মায়মুনা (রাযিঃ) খামিরকৃত আটার চিহ্ন থাকা একটি গামলায় গোসল করেছেন। -নাসায়ী, ইবনে মাজাহ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮৬
details icon

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৬। হযরত ইয়াহয়া ইবন আব্দুর রহমান হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা হযরত ওমর ইবন খাত্তাব (রাযিঃ) একটি কাফেলার সাথে বের হলেন। হযরত আমর ইবনে আছ (রাযিঃ) ও ঐ কাফেলায় ছিলেন। সামনে অগ্রসর হয়ে তারা একটি কূপের নিকট পৌঁছলেন। আমর ইবনে আছ (কূপের মালিককে লক্ষ্য করে বললেন)। তোমার এই কূপে কি হিংস্র জন্তুরাও পানি পান করে? তখন হযরত ওমর ইবনে খাত্তাব (রাযিঃ) বললেন, হে কূপের মালিক! তুমি আমাদেরকে এই বিষয় কিছু বলো না। এখানে পানির নিকট কখনও আমরা আসি, আবার কখনও জীব-জন্তুরা আসে (তাতে কোন ক্ষতির কারণ নেই)। -মালেক

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৮৭
details icon

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৭। রাযীন উল্লেখ করেছেন যে, জনৈক বর্ণনাকারী হযরত উমার (রাযিঃ)-এর বক্তব্যে এটি অতিরিক্ত যোগ করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি তিনি বলছিলেন সেগুলো (বন্যপ্রাণীগুলো) যা পেটে করে নিয়ে গিয়েছে তা সেগুলোর আর যা অবশিষ্ট থাকে তা আমাদের জন্য পবিত্রকারী ও পানীয়।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান