আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩১৯
৬৩৭. নিকৃষ্টতম ব্যক্তি হইতেছে সে, যাহার অনিষ্ট হইতে মানুষ দূরে পালায়
১৩১৯. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, এক ব্যক্তি আসিয়া নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা করিল। নবী (ﷺ) বলিলেন, তাহাকে আসিতে দাও। তবে লোকটি গোত্রের নিকৃষ্টতম লোক । যখন সে ভিতরে প্রবেশ করিল, তিনি তাহার সহিত সদয়ভাবে কথাবার্তা বলিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনি তাহার সম্পর্কে যাহা বলিলেন, তাহা তো বলিলেন ? তারপর আবার সদয়ভাবে কথাবার্তা বলিলেন ? রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন, হে আয়েশা, নিকৃষ্টতম লোক হইতেছে ঐ ব্যক্তি যাহাকে তাহার অশ্লীলতার জন্য লোক পরিত্যাগ করে। [অর্থাৎ কেহ তাহার ধারে কাছে ঘেঁষে না।]
بَابٌ : شَرُّ النَّاسِ مَنْ يُتَّقَى شَرُّهُ
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: ائْذَنُوا لَهُ، بِئْسَ أَخُو الْعَشِيرَةِ، فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْكَلاَمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ الْكَلاَمَ، قَالَ: أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ، أَوْ وَدَعَهُ النَّاسُ، اتِّقَاءَ فُحْشِهِ.

তাহকীক:
তাহকীক চলমান