আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩১৭
৬৩৪- দ্বিমুখী চরিত্রের লোক।
১৩১৭. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ সর্বনিকৃষ্ট লোক হইতেছে দু’মুখী লোক যে একদলের কাছে এক মুখ লইয়া যায়। আর অপর দলের কাছে যায় আর এক মুখ লইয়া।
بَابُ ذِي الْوَجْهَيْنِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩১৮
৬৩৪- দ্বিমুখী চরিত্রের লোক।
১৩১৮ হযরত আম্মার ইব্‌ন ইয়াসির (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি দুনিয়ায় দু-মুখী হইবে, তাহার জন্য কিয়ামতের দিন দুইটি আগুনের জিহবা হইবে। এমন সময় একটি মোটাসোটা লোক ঐপথে অতিক্রম করিতেছিল । নবী (ﷺ) ফরমাইলেনঃ এই ব্যক্তিও ঐ দলভুক্ত ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الأَصْبَهَانِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ رُكَيْنٍ، عَنْ نُعَيْمِ بْنِ حَنْظَلَةَ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ لِسَانَانِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ نَارٍ، فَمَرَّ رَجُلٌ كَانَ ضَخْمًا، قَالَ‏:‏ هَذَا مِنْهُمْ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান