আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩২০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩৭- লজ্জাশীলতা।
১৩২০. হযরত ইমরান হুসায়ন (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ লজ্জাশীলতা মঙ্গলই আনয়ন করে। তখন বাশীর ইব্ন কা’ব বলিলেনঃ ‘হিক্মত’ গ্রন্থে লিখিত আছেঃ লজ্জাশীলতায় সম্ভ্রম, লজ্জাশীলতায় প্রশান্তি। তখন ইমরান তাঁহাকে বলিলেনঃ আমি তোমাকে রাসূলুল্লাহ্র হাদীস শুনাইতেছি আর তুমি তোমার পুস্তিকার কথা আমাকে শুনাইতেছ!
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْحَيَاءِ
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي السَّوَّارِ الْعَدَوِيِّ قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: الْحَيَاءُ لاَ يَأْتِي إِلاَّ بِخَيْرٍ، فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ: مَكْتُوبٌ فِي الْحِكْمَةِ: إِنَّ مِنَ الْحَيَاءِ وَقَارًا، إِنَّ مِنَ الْحَيَاءِ سَكِينَةً، فَقَالَ لَهُ عِمْرَانُ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ.
তাহকীক:
হাদীস নং: ১৩২১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩৭- লজ্জাশীলতা।
১৩২১. হযরত সাঈদ ইব্ন জুবায়র বলেন, হযরত ইব্ন উমর (রাযিঃ) বলিয়াছেনঃ লজ্জাশীলতা ও ঈমান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যখন ঐ দুটির একটি তিরোহিত হইয়া যায় তখন অপরটিও সাথে সাথে তিরোহিত হইয়া যায়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّ الْحَيَاءَ وَالإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ.
তাহকীক: