আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৯৩
৫৬৫. চিৎ হইয়া শয়ন
১১৯৩. আব্বাদ ইব্ন তামীম তাঁহার চাচার প্রমুখাৎ বলেন, আমি তাঁহাকে দেখিয়াছি’ (রাবী আব্বাদ জিজ্ঞাসা করেন, নবী করীম (ﷺ)-কে? তিনি বলিলেনঃ হ্যাঁ) চিৎ হইয়া শায়িত অবস্থায়, এক পায়ের উপর অপর পা রাখিয়া।
بَابُ الاسْتِلْقَاءِ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُهُ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ قَالَ: رَأَيْتُهُ، قُلْتُ لِابْنِ عُيَيْنَةَ: النَّبِيُّ صلى الله عليه وسلم؟ قَالَ: نَعَمْ مُسْتَلْقِيًا، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১১৯৪
৫৬৫. চিৎ হইয়া শয়ন
১১৯৪. মিস্ওয়ার (রাহঃ) তাঁহার পিতা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আব্দুর রহমান ইব্ন আউফ (রাযিঃ)-কে চিৎ হইয়া শায়িত অবস্থায় দেখিয়াছি, এক পায়ের উপর অপর পা তুলিয়া রাখা অবস্থায়।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ أُمِّ بَكْرٍ بِنْتِ الْمِسْوَرِ، عَنْ أَبِيهَا قَالَ: رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ مُسْتَلْقِيًا، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأخْرَى.

তাহকীক:
তাহকীক চলমান