আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৯৫
৫৬৬- উপুড় হয়ে শোয়া।
১১৯৫. ইব্‌ন তিখফা গিফারী-এর পিতা, যিনি আস্‌হাবে সুফ্‌ফাদের একজন ছিলেন। বলেন, একদা আমি শেষ রাতে মসজিদে শায়িত অবস্থায় ছিলাম। এমন সময় একজন আগন্তুক আসিলেন আর আমি তখন উপুড় অবস্থায় নিদ্রিত। তিনি আমাকে তাঁহার পা দ্বারা নাড়া দিলেন এবং বলিলেন ওহে, ওঠ, এরূপ শয়ন করা আল্লাহ্‌র নিকট অপসন্দনীয়। তখন আমি মাথা উঠাইয়া দেখি, স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ) আমার শিয়রে দাঁড়াইয়া আছেন।
بَابُ الضَّجْعَةِ عَلَى وَجْهِهِ
حَدَّثَنَا خَلَفُ بْنُ مُوسَى بْنِ خَلَفٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنِ ابْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّهُ كَانَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، قَالَ‏:‏ بَيْنَا أَنَا نَائِمٌ فِي الْمَسْجِدِ مِنْ آخِرِ اللَّيْلِ، أَتَانِي آتٍ وَأَنَا نَائِمٌ عَلَى بَطْنِي، فَحَرَّكَنِي بِرِجْلِهِ فَقَالَ‏:‏ قُمْ، هَذِهِ ضَجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ، فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৯৬
৫৬৬- উপুড় হয়ে শোয়া।
১১৯৬. হযরত আবু উমামা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) মসজিদে এমন এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন যে উপুড় হইয়া পড়িয়া ছিল। তিনি তাহাকে পা দ্বারা ঠুকিলেন এবং বলিলেন, ওহে উঠ, ইহা হইতেছে জাহান্নামীদের শয়ন।
حَدَّثَنَا مَحْمُودٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ الْكِنْدِيُّ، مِنْ أَهْلِ فِلَسْطِينَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَرَّ بِرَجُلٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحًا لِوَجْهِهِ، فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ‏:‏ قُمْ، نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান