আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৬৭
৫৫২. কাহারও অপছন্দ সত্বেও আড়ি পাতিয়া তাহার কথা শোনা
১১৬৭. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, যে ব্যাক্তি কোন প্রাণীর চিত্র অংকন করিবে কিয়ামতের তাঁহাকে বলা হইবে, 'উহাতে প্রাণ দান কর'। এবং এইজন্য তাঁহাকে শাস্তিও দেওয়া হইবে। এবং যে ব্যাক্তি কষ্ট কল্পনার স্বপ্ন রচনা করিবে তাঁহাকে বলা হইবে, দুইটি যবের মধ্যে গিরা লাগাও দেখি! এবং যখন সে গিরা লাগাইতে অক্ষম হইবে তখন এইজন্য তাঁহাকে শাস্তি দেওয়া হইবে। আর যে ব্যাক্তি কোন সম্প্রদায়ের কথা আড়ি পাতিয়া শুনিবে অথচ তাঁহারা তাঁহাকে উহা শুনাইতে অনিচ্ছুক, এমন ব্যাক্তিদের কানে উতপ্ত তরল শীসা চালিয়ে দেওয়া হইবে।
بَابُ مَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَنْ صَوَّرَ صُورَةً كُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهِ وَعُذِّبَ، وَلَنْ يَنْفُخَ فِيهِ‏.‏ وَمَنْ تَحَلَّمَ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَعُذِّبَ، وَلَنْ يَعْقِدَ بَيْنَهُمَا، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنَيْهِ الآنُكُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান