আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬৬
৫৫১. অনুচ্ছেদঃ 'কোথা হইতে আসিলেন' বলা
১১৬৬. হযরত মালিক ইব্ন যুবায়দ বলেন, একদা আমরা রাবাযা নামক স্থানে হযরত আবু যার (রাযিঃ)-এর পাশ দিয়া অতিক্রম করিতেছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেনঃ কোখা হইতে আসিতেছ হে! আমরা বলিলামঃ মক্কা শরীফ হইতে অথবা বায়তুল আতীক (আদি গৃহ-কা'বাগৃহ অর্থে) হইতে। (অর্থাৎ হজ্জ বা উম্রা সম্পন্ন করিয়া আসিতেছে) তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেনঃ কেবল এই কাজের জন্যই আসিয়াছিলেন? আমরা বলিলাম। জ্বী হ্যাঁ। পুনরায় তিনি জিজ্ঞাসা করিলেনঃ সাথে সাথে ব্যবসা বাণিজ্য বেচা-বিক্রি কিছু উদ্দেশ্য ছিল না তো? আমরা বলিলামঃ জ্বী না। বলিলেনঃ নতুন করিয়া কাজ শুরু করিয়া দাও! [অর্থাৎ এমন হজ্জ বা উম্রার পর অতীতের গোনা্হরাশি মোচন হইয়া গিয়াছে। এবার নতুন করিয়া জীবন শুরু কর।]
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مَالِكِ بْنِ زُبَيْدٍ قَالَ: مَرَرْنَا عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ، فَقَالَ: مِنْ أَيْنَ أَقْبَلْتُمْ؟ قُلْنَا: مِنْ مَكَّةَ، أَوْ مِنَ الْبَيْتِ الْعَتِيقِ، قَالَ: هَذَا عَمَلُكُمْ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: أَمَا مَعَهُ تِجَارَةٌ وَلاَ بَيْعٌ؟ قُلْنَا: لاَ، قَالَ: اسْتَأْنِفُوا الْعَمَلَ.

তাহকীক:
তাহকীক চলমান