আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৫৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৪৪. মজলিসে বসিয়া থুথু ফেলা
১১৫৬. হযরত হারিস ইব্‌ন আম্‌র সাহ্‌মী (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর খিদমতে উপস্থিত হইলাম। তিনি তখন মিনা অথবা আরাফাতে অবস্থান করিতেছিলেন এবং লোকজন পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। বেদুইনরা আসিয়া তাঁহার চেহারা মুবারক দর্শনে বলিতেছিলঃ ইহা হইতেছে বরকতপূর্ণ আশীসপ্রাপ্ত চেহারা। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার মাগফিরাতের জন্য দু'আ করুন! তিনি বলিলেনঃ প্রভু! আনাদের সকলকে মাগফিরাত করুন! আমি পুনরায় আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌ আমার মাগফিরাতের জন্য দু'আ করুন! তিনি আবার বলিলেনঃ প্রভু, আমাদের সবাইকে মাগফিরাত করুন! তখন (লক্ষ্য করিলাম) তাঁহার হাতের মুঠোয় থুথু এবং তিনি তাহা তাঁহার জুতায় মুছিয়া লিইলেন। তাঁহার আশেপাশের কাহারও উপর পতিত হউক তাহা তিনি পছন্দ করিলেন না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الرَّجُلُ يَكُونُ فِي الْقَوْمِ فَيَبْزُقُ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ‏:‏ حَدَّثَنِي زُرَارَةُ بْنُ كَرِيمِ بْنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو السَّهْمِيُّ، أَنَّ الْحَارِثَ بْنَ عَمْرٍو السَّهْمِيَّ حَدَّثَهُ قَالَ‏:‏ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِمِنًى، أَوْ بِعَرَفَاتٍ، وَقَدْ أَطَافَ بِهِ النَّاسُ، وَيَجِيءُ الأَعْرَابُ، فَإِذَا رَأَوْا وَجْهَهُ قَالُوا‏:‏ هَذَا وَجْهٌ مُبَارَكٌ، قُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، اسْتَغْفِرْ لِي، فَقَالَ‏:‏ اللَّهُمَّ اغْفِرْ لَنَا، فَدُرْتُ فَقُلْتُ‏:‏ اسْتَغْفِرْ لِي، قَالَ‏:‏ اللَّهُمَّ اغْفِرْ لَنَا، فَدُرْتُ فَقُلْتُ‏:‏ اسْتَغْفِرْ لِي، فَقَالَ‏:‏ اللَّهُمَّ اغْفِرْ لَنَا، فَذَهَبَ يَبْزُقُ، فَقَالَ بِيَدِهِ فَأَخَذَ بِهَا بُزَاقَهُ، وَمَسَحَ بِهِ نَعْلَهُ، كَرِهَ أَنْ يُصِيبَ أَحَدًا مِنْ حَوْلِهِ‏.‏
tahqiq

তাহকীক: