আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৫৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৪৩. পার্শ্বচরের দিকে কি পদবিস্তার করা যাইবে?
১১৫৫. কাসীর ইব্‌ন মুররা বলেন, একদা আমি জুমু'আর দিন মসজিদে প্রবেশ করিয়া হযরত আওফ ইব্‌ন মালিক আশজায়ীকে একটি বৃত্তাকার সমাবেশে উপবিষ্ট অবস্থায় পাইলাম। তিনি তখন তাঁহার সম্মুখ দিকে পদদ্বয় বিস্তার করিয়া বসা অবস্থায় ছিলেন। আমাকে দেখিতে পাইয়া তিনি পদদ্বয় গুটাইয়া লিইলেন এবং বলিলেন, তুমি কি জান কেন আমি পদবিস্তার করিয়া বসিয়াছিলাম? এই উদ্দেশ্যে যে, কোন যোগ্য ব্যাক্তি আসিলে এখানে বসিবে। [কেননা, পদবিস্তার করিয়া ঐ জায়গা জুড়িয়া না রাখিলে এতক্ষণে অন্যলোক এখানে বসিয়া পড়িত, আর তোমার মত যোগ্য লোককেও জায়গা দিতে অসুবিধা হত।]
أبواب الأدب المفرد للبخاري
بَابُ‏:‏ هَلْ يُقَدِّمُ الرَّجُلُ رِجْلَهُ بَيْنَ يَدَيْ جَلِيسِهِ‏؟‏
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو الزَّاهِرِيَّةِ قَالَ‏:‏ حَدَّثَنِي كَثِيرُ بْنُ مُرَّةَ قَالَ‏:‏ دَخَلْتُ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، فَوَجَدْتُ عَوْفَ بْنَ مَالِكٍ الأَشْجَعِيَّ جَالِسًا فِي حَلْقَةٍ مَادًّا رِجْلَيْهِ بَيْنَ يَدَيْهِ، فَلَمَّا رَآنِي قَبَضَ رِجْلَيْهِ، ثُمَّ قَالَ لِي‏:‏ تَدْرِي لأَيِّ شَيْءٍ مَدَدْتُ رِجْلَيَّ‏؟‏ لَيَجِيءَ رَجُلٌ صَالِحٌ فَيَجْلِسَ‏.‏
tahqiq

তাহকীক: