আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৫৭
৫৪৫. বারান্দায় মজলিস জমানো
১১৫৭. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বারান্দায় মজলিস জমাইয়া বসিতে নিষেধ করিয়াছেন। তখন সাহাবীগণ আরয করিলেনঃ ইয়া রাকূলুল্লাহ্! ঘরের মধ্যে বসিয়া থাকা যে আমাদের জন্য কষ্টকর হইয়া দাঁড়ায়! ফরমাইলেন, যদি তোমরা একান্তই বারান্দায় বস, তবে বারান্দায় মজলিসের হক আদায় করিও! তখন সাহাবীগণ আরয করিলেনঃ উহার হক কি ইয়া রাসূলাল্লাহ্! ফরমাইলেনঃ প্রশ্নকারীকে রাস্তার সন্ধান দেওয়া, সালামের জবাব দেওয়া, চক্ষুসমূহকে সংযত রাখা। সৎকাজের আদেশ করা এবং অসৎকাজে নিষেধ করা।
بَابُ مَجَالِسِ الصُّعُدَاتِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمَجَالِسِ بِالصُّعُدَاتِ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، لَيَشُقُّ عَلَيْنَا الْجُلُوسُ فِي بُيُوتِنَا؟ قَالَ: فَإِنْ جَلَسْتُمْ فَأَعْطُوا الْمَجَالِسَ حَقَّهَا، قَالُوا: وَمَا حَقُّهَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: إِدْلاَلُ السَّائِلِ، وَرَدُّ السَّلاَمِ، وَغَضُّ الأَبْصَارِ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১১৫৮
৫৪৫. বারান্দায় মজলিস জমানো
১১৫৮. হযরত আবু সাঈদ খুদরী বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ সাবধান, রাস্তায় মজলিস জমাইয়া বসিও না। তখন উপস্থিত সাহাবীগণ আরয করিলেন, এ ছাড়া বসিয়া একটু কথাবার্তা বলার আর যে কোন উপায়ই নাই ইয়া রাসূলাল্লাহ্! (অথবা এরূপ ও অর্থ করা যায়ঃ আমরা যদি এরূপ বসিয়া কথাবার্তা বলি, তবে আমাদের করনীয় কী?) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ একান্তই যখন তোমরা মানিতেছ না, তখন রাস্তার হক আদায় করিবে। তাঁহারা জিজ্ঞাসা করিলেনঃ রাস্তার হক কী ইয়া রাসূলাল্লাহ্? ফরমাইলেনঃ চক্ষু সংযত রাখা, কষ্টদায়ক বস্তু পথে ফেলা হইতে বিরত থাকা (বা উহা সরাইয়া ফেলা), সৎকাজের আদেশ করা এবং অসৎকাজে নিষেধ করা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، مَا لَنَا بُدٌّ مِنْ مَجَالِسِنَا نَتَحَدَّثُ فِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَمَّا إِذْ أَبَيْتُمْ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الأَذَى، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ.

তাহকীক:
তাহকীক চলমান
