আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৪৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৩৪- প্রশস্ত স্থানে বৈঠক অনুষ্ঠান উত্তম।
১১৪৪. আব্দুর রহমান ইব্‌ন আবু উমারা আনসারী (রাহঃ) বলেন, হযরত আবু সাঈদ খুদ্‌রী (রাযিঃ)-কে এক জানাযায় ডাকা হইল। রাবী বলেনঃ তিনি সম্ভবত আসিতে দেরি করিয়াছিলেন। ততক্ষণে লোকেরা জানাজার স্থানে আসিয়া যার যার স্থান গ্রহণ করিয়া ফেলিয়াছিল। অতঃপর তিনি আগমন করিলেন। যখন লোকজন তাহাকে দেখিতে পাইল তখন সকলেই সরিয়া দাঁড়াইতে লাগিল, এমন কি কেহ কেহ নিজ নিজ স্থান হইতে সরিয়া গেল, যেন সেই স্থানে তিনি আসন গ্রহণ করেন। তিনি বলিলেনঃ না, তাহা হয় না, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, সর্বোত্তম মজলিস বা আসন গ্রহণের স্থান হইল প্রশস্ততর স্থান। এই কথা বলিয়া তিনি এক পার্শ্বে চলিয়া গেলেন এবং প্রশস্ততর স্থানে আসন গ্রহণ করিলেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي قَالَ‏:‏ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيُّ قَالَ‏:‏ أُوذِنَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ بِجِنَازَةٍ، قَالَ‏:‏ فَكَأَنَّهُ تَخَلَّفَ حَتَّى أَخَذَ الْقَوْمُ مَجَالِسَهُمْ، ثُمَّ جَاءَ مَعَهُ، فَلَمَّا رَآهُ الْقَوْمُ تَسَرَّعُوا عَنْهُ، وَقَامَ بَعْضُهُمْ عَنْهُ لِيَجْلِسَ فِي مَجْلِسِهِ، فَقَالَ‏:‏ لاَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا، ثُمَّ تَنَحَّى فَجَلَسَ فِي مَجْلِسٍ وَاسِعٍ‏.‏
tahqiq

তাহকীক: