আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৪৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৩৫- কিবলামুখী হয়ে বসা।
১১৪৫. সুফিয়ান ইব্‌ন মুন্‌কিয (রাহঃ) তাঁহার পিতার প্রমুখাৎ বলেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাযিঃ) অধিকাংশ সময়ই কেবলামুখী হইয়া বসিতেন। একদা ইয়াযীদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন কুসাইত সূর্যোদয়ের পর সিজ্‌দার আয়াত তিলাওয়াত করিলেন এবং সাথে সাথে সিজদা করিলেন। অন্যান্যরাও অনুরূপ সিজ্‌দা করিল। কিন্তু আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাযিঃ) কিব্লামুখী থাকা সত্বেও সিজ্‌দা করিলেন না। যখন সূর্য (পূর্ণরূপে) উদিত হইল তখন হযরত আব্দুল্লাহ্‌ (রাযিঃ) তাঁহার পিঠ ও পায়ের সাথে জড়াইয়া থাকা কাপড়ের ভাঁজ খুলিলেন। অতঃপর সিজ্‌দা করিলেন এবং বলিলেনঃ তোমার সঈীদের সিজ্‌দা দেখিয়াছ তো? তাহারা এমন অসময়ে সিজ্‌দা করিল যখন নামান পরা যায় না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ اسْتِقْبَالِ الْقِبْلَةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، عَنْ سُفْيَانَ بْنِ مُنْقِذٍ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ كَانَ أَكْثَرُ جُلُوسِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَهُوَ مُسْتَقْبِلٌ الْقِبْلَةَ، فَقَرَأَ يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ سَجْدَةً بَعْدَ طُلُوعِ الشَّمْسِ فَسَجَدَ وَسَجَدُوا إِلاَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، فَلَمَّا طَلَعَتِ الشَّمْسُ حَلَّ عَبْدُ اللهِ حَبْوَتَهُ ثُمَّ سَجَدَ وَقَالَ‏:‏ أَلَمْ تَرَ سَجْدَةَ أَصْحَابِكَ‏؟‏ إِنَّهُمْ سَجَدُوا فِي غَيْرِ حِينِ صَلاةٍ‏.‏
tahqiq

তাহকীক: